এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে অ্যালিস্টার কুকের রেকর্ড স্পর্শ করেছিলেন জো রুট। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড ব্যাটারদের ব্যর্থতার ভীড়ে জ্বলেছিল তার ব্যাট, সেঞ্চুরি করেছেন। জোড়া সেঞ্চুরিতে কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন রুট। তার সেঞ্চুরির সংখ্যা ৩৪টি, কুকের ৩৩টি।
এখন পর্যন্ত ১৪৫টি টেস্ট খেলেছেন রুট। ২৬৫ ইনিংসে ব্যাট করে তার রান সংখ্যা ১২৩৭৭। কুক থেকে মাত্র ৯৫ রান কম আছে তার। তা করতে পারলে শীর্ষ রান সংগ্রাহকের রেকর্ড হবে রুটের। ১৬৫ টেস্টে ১২৪৭২ রান করে ইংল্যান্ড ব্যাটারদের শীর্ষে আছেন কুক।
বৃহস্পতিবার লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটে নেমে ১৪৩ রান করেন রুট। পরে গাস অ্যাটকিনসনের ১১৮ রানে প্রথম ইনিংসে ৪২৭ রানে থামে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে শ্রীলঙ্কা ১৯৬ রানে গুটিয়ে যায়। ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করায়নি স্বাগতিক দল।
২৩১ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ইংল্যান্ড ২৫১ রানে থামে। রুট ১২১ বলে ১০৩ রান করেন। দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কাকে ৪৮৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল।







