আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা এখন ইংল্যান্ডে। ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে দারুণ এক রেকর্ড সঙ্গী করেছেন অভিষেক হওয়া মিলান রথনায়েক। নয়ে ব্যাট করতে নেমে ভেঙেছেন ভারতের ৪১ বছরের পুরনো রেকর্ড।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা, ১০০ রান তুলতে হারিয়ে ফেলে সাত ব্যাটার। সেই অবস্থা থেকে নয়ে ব্যাটে নেমে ১৩৫ বলে মিলান করেছেন ৭২ রান। অভিষেকে নয়ে ব্যাট করতে নেমে তার রান গড়েছেন নতুন ইতিহাস।
টেস্টে অভিষেকে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছিলেন ভারতের বোলার বলিন্দার সিন্ধু। ১৯৮৩ সালে হায়দরাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি। ৪১ বছর পর বলিন্দারের রেকর্ড ভাঙলেন ২৮ বর্ষী ডানহাতি পেসার।
মিলান রথনায়েক এবং অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ৭৪ রানের সুবাদে সংগ্রহ ২৩৬ রানে গিয়ে থামে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস এবং স্পিনার শোয়েব বশির তিনটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার বড় সংগ্রহের পথ আটকান।








