এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হেরেছে। সাড়ে চার দিনের খেলায় ইংল্যান্ডকে ব্যাট করতে হয়েছে এক ইনিংস, যেখানে বেশকিছু রেকর্ড করেছে সফরকারী দলটি। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ওলি পোপের ইংল্যান্ড। ম্যাচসের হয়েছেন ৩৪ বছর পর ইংল্যান্ডের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক।
মুলতানে দুর্দান্ত প্রতাপে ব্যাট করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ (১৫১) ও আবদুল্লাহ শফিকের (১০২) সেঞ্চুরিতে প্রথম ইনিংস দলটি থামে ৫৫৬ রানে। জবাবে আরও আগ্রাসী ইংল্যান্ড হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি (৩১৭) ও জো রুটের (২৬২) ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে।
প্রথম ইনিংসে ইংল্যান্ড লিড পায় ২৬৭ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে পাকিস্তান ২২০ রানে অলআউট হলে ইংল্যান্ড ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জয় তুলে নেয়। এশিয়ার মাটিতে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে দ্বিতীয় জয় এটি। ১৯৭৬ সালে ইংল্যান্ড ইনিংস ব্যবধানে প্রথম জয়টি পেয়েছিল।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিতে ২৬২ রান করা জো রুট এক সেঞ্চুরিতে সর্বোচ্চ শতকের তালিকায় চার তারকাকে পেছনে ফেলেছেন। ১৪৭তম টেস্টে তার সেঞ্চুরির এখন ৩৫টি। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তার অবস্থান ছয়ে।
টেস্টে জো রুটের ডাবল সেঞ্চুরির সংখ্যা ছিল ৫টি। পাকিস্তানের মাটিতে আরেকটি ডাবলের মাধ্যমে সেটিকে নিয়ে গেছেন ৬টিতে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭টি ডাবল সেঞ্চুরি নিয়ে উপরে আছেন ওয়ালি হ্যামন্ড। আর একটি ডাবল পেলে ওয়ালির সমান হবে রুটের।
এ সিরিজে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন রুট। অ্যালিস্টার কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। ১২,৪৭২ রান নিয়ে কুক আগে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক ছিলেন। টপকে রুটের রানসংখ্যা এখন ১২,৬৬৪।
প্রথম ইনিংসে চতুর্থ উইকেট জুটিতে জো রুট ও হ্যারি ব্রুকের ৪৫৪ রানের জুটি বিশ্বরেকর্ড গড়েছে। টেস্টে ইংল্যান্ডের হয়ে যেকোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৪১১ রানের। হয়েছিল চতুর্থ উইকেট জুটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৫৭ সালে পিটার মে এবং কলিন কাউড্রে এজবাস্টনে রেকর্ডটি গড়েছিলেন। সালমান আলী আঘার বলে ২৬২ রানে রুট আউট হলে জুটি থামে ৪৫৪ রানে।
টেস্টে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৪৯। গড়েছিলেন অস্ট্রেলিয়ান অ্যাডাম ভোজেস এবং শন মার্শ, ২০১৫ সালে হোবার্টে করেছিলেন। তাদেরও ছাড়িয়ে গেছেন রুট-ব্রুক জুটি। চতুর্থ উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ ৪৩৭ রানের জুটি শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিক্রমার।
পাকিস্তানের বিপক্ষে আরও রেকর্ড করেছে ইংল্যান্ড। আগে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল জস বাটলার ও জ্যাক ক্রলির। ২০২০ সালে দুজন ৩৫৯ রানের জুটি গড়েছিলেন। রুট ও ব্রুক সে জুটিকেও টপকে গেছেন মুলতান টেস্টে।
ব্রুকের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড হয়েছে। ৩৪ বছর পর প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন কেউ। ট্রিপল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ইংলিশ ব্যাটার ব্রুক। টেস্টের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি।








