বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ভারতে খেলতে এসেছিল ইংল্যান্ড। তাদের সেই মিশন শেষ হচ্ছে প্রচণ্ড হতাশায়। চলতি আসরে গ্রুপপর্ব থেকেই নিতে হয়েছে তাদের। আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে নিজেদর হতাশার কথা জানিয়েছেন দলটির ওপেনার ব্যাটার ডেভিড মালান। তবে সবকিছু পেছনে ফেলে ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা।
কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মালান। বলেছেন, ‘আমি মনে করি আমাদের সকলের প্রচণ্ড হতাশা এবং অনুশোচনা রয়েছে। আমরা একটি দল হিসাবে আমাদের মতো ভাল পারফর্ম করতে পারিনি। আমরা এখানে ২০১৯ সালের দলটি যা করেছিল তার প্রতিলিপি করতে এসেছিলাম। কিন্তু আমরা তা করতে পারিনি, তার জন্য আমরা প্রচণ্ড হতাশ।’
‘সবচেয়ে হতাশার বিষয় হলো আমাদের অনেক বড় বড় খেলোয়াড়ের ভারতীয় উপমহাদেশে এবং ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ভারতে খেলতে এসে আমাদের অনেক খেলোয়াড় বেশ ভুগছে, যেটা খুব সচারচার দেখা যায় না আমাদের দলে।’
এবারের আসরে ও গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হিসেবে রাজত্ব শেষ করবে। তাদের প্রতিপক্ষে সেমিফাইনালে খেলতে আশাবাদী পাকিস্তান। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।








