এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের চতুর্থ ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন জো রুট। সঙ্গে একাধিক কীর্তি গড়েছেন ইংলিশ তারকা। তার ১৫০ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের লিড পৌঁছেছে দুইশর কাছে।
৪৬ ওভারে ২ উইকেটে ২২৫ রানে দিন শুরু করা ইলিংশদের তৃতীয় দিন শেষে সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৫ ওভারে ৭ উইকেটে ৫৪৪ রান। তাতে এখন পর্যন্ত ১৮৬ রানের লিড পেয়েছে স্বাগতিক দল। ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থেমেছিল ৩৫৮ রানে। চতুর্থ দিনে বেন স্টোকস ৭৭ রানে এবং লিয়াম ডাউসন ২১ রানে ব্যাট করবেন।
তৃতীয় দিনে আলো কেড়েছেন জো রুট। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনজনকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন তিনি। রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে টপকে যেতে রুটের প্রয়োজন ছিল যথাক্রমে ৩০ ও ৩১ রান। দিনের প্রথম ঘণ্টায় তাদের পেছনে ফেলে তিনে ওঠেন রুট। আর রিকি পন্টিংকে ছাড়িয়ে যেতে লাগতো ১২০ রান। ১১ রান নিয়ে দিন শুরু করে ১৭৮ বলে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি করেন রুট। এরপর দ্বিতীয় সেশন শেষের আগের ওভারে ১২০ রানে পৌঁছে পন্টিংকে ছাড়িয়ে যান। এরপর দ্বিতীয় সেশন শেষের আগের ওভারে ১২০ রানে পৌঁছে পন্টিংকে ছাড়িয়ে যান।
২৪৮ বলে ১৫০ রান করে আউট হয়েছেন রুট। টেস্টে ১৫৭ ম্যাচে ২৮৬ ইনিংসে ব্যাট করে তার ঝুলিতে এখন ১৩, ৪০৯ রান। টেস্টে তার চেয়ে বেশি রান কেবল টেন্ডুলকারের, ৩২৯ ইনিংসে ১৫,৯২১ শীর্ষে তিনি। পেছনে ফেলা রিকি পন্টিংয়ের রান ১৩,৩৭৮, জ্যাক ক্যালিসের রান ১৩,২৮৯ ও রাহুল দ্রাবিড়ের রান ১৩,২৮৮।
সেঞ্চুরি করে শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক কুমার সাঙ্গাকারার পাশেও নাম লেখালেন রুট। তার সমান ৩৮ সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। টেস্টে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিন জনের- অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৪১টি, সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪৫টি ও ভারতের শচীন টেন্ডুলকারের ৫১টি।
রুটের আলো ছড়ানোর দিনে ভালো করেছেন অলি পোপ ও বেন স্টোকস। ১২৮ বলে ৭১ রান করেছেন পোপ। স্টোকস ক্রিজে আছেন ১৩৪ বলে ৭৭ রানে। এর দ্বিতীয় দিন ইংলিশদের ভালো শুরু এনে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ক্রলি ১১৩ বলে ৮৪ এবং ডাকেট ১০০ বলে ৯৪ রানে আউট হন।
প্রথম ইনিংসে এখন পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটে নেমে ভারত ১১৪.১ ওভারে ৩৫৮ রানে থামে। সর্বোচ্চ ৬১ রান করেছেন সাই সুদর্শন। যশ্বী জয়সওয়াল ৫৮ এবং রিশভ পান্ট ৫৪ রান করেন। এছাড়া লোকেশ রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১ এবং ওয়াশিংটন সুন্দর ২৭ রান করেন।
ইংলিশ বোলারদের মধ্যে বেন স্টোকস ২৪ ওভারে ৭২ রান খরচায় নেন ৫ উইকেট। জোফরা আর্চার নেন ৩ উইকেট।








