উয়েফা নেশন্স লিগের ম্য্যাচ দেখতে জার্মানিতে আসা ৮ ইংলিশ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘নাজি স্যালুট’ ও হোটেল রুমের ক্ষয়ক্ষতি করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মিউনিখ পুলিশ।
আটজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে নাজি স্যালুটের কারণে। আরেকজন তার হোটেল রুমের প্রায় দুই হাজার ইউরো ক্ষয়ক্ষতি করেছেন। পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ানোয় বাকি চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিউনিখ পুলিশ।
এছাড়া মিউনিখের রাস্তায় অসংলগ্ন আচরণ করায় জরিমানা করা হয়েছে বেশকিছু ইংলিশ সমর্থককে। তবে দুইজন সমর্থক জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের জেলা জজের আদালতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অ্যালিয়াঞ্জ অ্যারেনার ম্যাচকে ঘিরে নেয়া হয়েছে বিশাল নিরাপত্তা। ইংল্যান্ড সমর্থকরা জার্মানদের সেকশনের বেশকছু টিকিট কেনায় মিউনিখ পুলিশ মাঠে বিশৃঙ্খলার আশঙ্কা করছে। ইতিমধ্যে মাঠে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৭০০ পুলিশ। ইংল্যান্ডের রেপ্লিকা শার্ট ও পতাকা বহনকারীদের উৎপাতে সোমবার থেকেই বন্ধ আছে শহরটিরর সব বার।
উয়েফা নেশন্স লিগের গ্রুপিপর্বের ম্যাচে মঙ্গলবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। এক ম্যাচ ড্র করে দুদলের পয়েন্টই এখন সমান। গ্রুপের বাকি দুই দল ইতালি ও হাঙ্গেরি।







