এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের বিষয়ে কর্মচারীদের দাবিদাওয়া মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে জানানো হয়েছে। এখন মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার সাথে এ নিয়ে আলোচনা করবেন।
বুধবার (২৮ মে) দুপুরে এ রকম পরিস্থিতিতে সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী নেতারা বিষয়টি অন্য কর্মচারীদের কাছে আজ ব্রিফ করবেন।
পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। তাঁরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।







