সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হল পারভেজ হোসেন ইমনের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নুরুল হাসান সোহান চোট পেয়ে ছিটকে যাওয়ায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হন সাবেক টি-টুয়েন্টি অধিনায়ক।
এদিনও টস ভাগ্য সঙ্গী হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচেও টস জিতে আগে ব্যাটিং করে ক্রেইগ আরভিনের দল। সোহান না থাকায় বাংলাদেশকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশের ৭৬তম টি-টুয়েন্টি ক্রিকেটার হিসেবে ইমনের অভিষেক ঘটল। সবশেষ গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে ৭৫তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হন ইয়াসির আলি চৌধুরী।
হারারেতে মঙ্গলবার যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি। স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ম্যাচে ১৭ রানে হারায় বাংলাদেশকে। পরের ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজে ফেরে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।








