বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। এসময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম বলেন, আসন পুনর্বহালের দাবিতে বুধবারও একই কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, মঙ্গল ও বুধবার আধাবেলা হরতাল পালনের সিদ্ধান্ত থাকলেও শারদীয় দুর্গোৎসব ঘিরে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আসন পুনর্বহালের দাবিতে প্রয়োজনে জেলাজুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সোমবার ভাঙচুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই জেলায় আজও অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া থাকলেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
ফরিদপুর জেলায় অতিরিক্ত সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।








