বিতর্ক এড়াতে গত তিন নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের এবারের ভোটে যুক্ত না করার পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনের সাথে সংলাপে, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নির্বাচনের দিন গণভোটের কথা বলেছেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন তিনি, তাই ভালো কিছু করে যেতে চান।







