ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তার ছোট ভাই ও সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী, দুই মেয়েসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার ২৯ এপ্রিল ঢাকার বিচারিক আদালত দুর্নীতি দমন কমিশনের করা এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
যে আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের মধ্যে আরও রয়েছেন তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিকী, তার মেয়ে প্রচ্ছায়া লিমিটেডের পরিচালক বুশরা সিদ্দিক ও নওরীন তাসমিয়া সিদ্দিক। প্রচ্ছায়া লিমিটেডের পরিচালক শেহতাজ মুন্সি খান, শহীদ উদ্দিন খান, পেইরাজা পিনাজ খান, ফারজানা আনজুমের দেশত্যাগের বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
দুদক আবেদনে জানিয়েছে, প্রচ্ছায়া লিমিটেডের অংশীদারেরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।








