সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! আর লম্বা সময় ছুটি হলেতো কোনো কথাই নেই! ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে তিনটি নতুন সিনেমা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে আসছে শত শত কন্টেন্ট।
এসবের বাইরে ওটিটিতেও আসছে নতুন নতুন কন্টেন্ট। ঈদের ছুটি যারা ঘরে বসেই কাটান, তারা দেখে নিতে পারেন ওটিটিতে মুক্তি পাওয়া দেশ বিদেশের টাটকা কিছু সিনেমা, সিরিজ।
কাইজার, হইচই (ওয়েব সিরিজ)
জোড়া খুনের তদন্ত করতে নেমেছে রক্তে ভয় পাওয়া গোয়েন্দা কাইজার চৌধুরী! নানা ব্যক্তিগত ও পেশাদারি সমস্যায় জর্জরিত কাইজার কী পারবে এই রহস্যের জট ছাড়াতে? একেবারে ঢাকার প্রেক্ষাপটে নতুন গোয়েন্দা হাজির করেছেন নির্মাতা তানিম নূর। ৮ জুলাই ভারতীয় প্লাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি ইতিমধ্যে দর্শকের পছন্দের তালিকায় সর্বাগ্রে। গোয়েন্দা সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো, মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনি শিমু, ইমতিয়াজ বর্ষন, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার প্রমুখ।
সিন্ডিকেট, চরকি (ওয়েব সিরিজ)
দিনে দুপুরে স্বনামধন্য এক ব্যাংকের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় ব্যাংক কর্মকর্তা জিশা। সবাই ধারণা করছে, এটা আত্মহত্যা। কিন্তু জিশার প্রেমিক ও সহকর্মী আদনানের ধারণা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জিশাকে। তাই আরেক সহকর্মী স্বর্ণাকে সঙ্গে নিয়ে সত্য উদ্ঘাটনে নেমে পড়ে আদনান। ৮ জুলাই দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এমন গল্পের ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি, শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান প্রমুখ।
বিরাতা পারভম, নেটফ্লিক্স
ভারতের অন্ধ্রপ্রদেশের নকশাল আন্দোলনের পটভূমিতে তৈরি দুর্দান্ত প্রেমের ছবি ‘বিরাতা পারভম’। প্রেক্ষাগৃহে মুক্তির পর সম্প্রতি এটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। তেলেগু এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণী দুই তারকা সাই পল্লবী ও রানা দাগুবাতি। তেলেঙ্গানার সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্প লিখেছেন নির্মাতা ভেনু উদুগুলা।
বিক্রম, ডিজনি হটস্টার
চলতি বছরে দক্ষিণ ভারতের অন্যতম সফল ছবিগুলোর একটি ‘বিক্রম’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখিয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সফলতার পর সিনেমাটি ৮ জুলাই এবার মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম ডিজনি হটস্টারে। ছবিতে অভিনয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তিন অভিনেতা কমল হাসান, বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিল।
মডার্ন লাভ: হায়দরাবাদ, অ্যামাজন প্রাইম (সিরিজ)
অন্যান্য মডার্ন লাভ সিরিজগুলোর মতোই ‘মডার্ন লাভ: হায়দরাবাদ’ একটি সিরিজ। যা অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ৮ জুলাই। ছয়টি ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন তেলেগু তারকা নিথা মেনন, কমলী প্রসাদ. ভিকে নরেশ, রেবতী প্রমুখ।









