এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কানাডার স্থানীয় সময় শুক্রবার ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
কানাডার ক্যালগেরিতে পবিত্র ঈদুল আজহা এর জামাত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ঈদের নামাজ আদায় করবেন।
কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় ঈদের নামাজ সকাল নয়টায় এবং তৃতীয় ঈদের নামাজ সকাল সাড়ে দশটায়।
নামাজের ইমামতি করবেন ইমাম শেখ ইউসুফ ট্রায়া। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নিবেন।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই নামাজ আদায় করবেন।
ইসলামিক সেন্টার অফ আকরাম জুম্মার (এমসিসি) ভাইস প্রেসিডেন্ট জুবায়ের সিদ্দিকী জানান, আকরাম জুম্মা মসজিদে ঈদের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ,ধর্মপ্রাণ মুসলমানেরা বরাবরের মতো সকাল থেকেই এখানে নামাজের জন্য জড়ো হতে থাকবেন। এবছরও আমরা মহিলাদের সুবিধার জন্য আলাদা ব্যবস্থা রেখেছি।







