বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই এক বিশেষ উৎসব। দর্শকদের জন্য যেমন এটি বড় বিনোদনের সময়, তেমনি প্রযোজক-পরিচালকদের জন্যও এটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ব্যবসায়িক মৌসুম। ঈদুর ফিতরের পর সপ্তাহ তিনেক বাকি ঈদুল আজহার। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মুক্তির ঘোষণা এসেছে অন্তত ৯টি সিনেমার — যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অতিরিক্তই বলা যায়!
গত ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলোর মধ্যে বরবাদ, দাগি এবং জংলি তিনটি সিনেমা কাঙ্ক্ষিত সাফল্য পায়। সেই রেশ কাটতে না কাটতেই কোরবানির ঈদে সিনেমা মুক্তির ঘোষণা আসছে।
এখন পর্যন্ত ৯টি সিনেমার কথা শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রচারণাও শুরু করেছেন। তাদের সঙ্গে আলাপ করলে জানান, কোরবানির ঈদে মুক্তির ঘোষণায় আছে ৯ সিনেমা।
এসব সিনেমাগুলো হচ্ছে রায়হান রাফী পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসানের ‘তাণ্ডব’, মিঠু খান পরিচালিত আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’, সঞ্জয় সমদ্দার পরিচালিত শরিফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’, সানী সানোয়ার পরিচালিত আজমেরী বাঁধন, পূজা ক্রুজের ‘এশা মার্ডার’, আলোক হাসান পরিচালিত আদর আজাদ, পূজা চেরীর ‘টগর’, ফরহাদ হোসাইন পরিচালিত শ্যামল মাওলার ‘নাদান’, তানিম নূর পরিচালিত চঞ্চল চৌধুরী, জাহিদ হাসানের ‘উৎসব’, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত রাসেল মিয়াঁ, জলির ‘গোয়ার’, রাখাল সবুজ পরিচালিত রোশান ও বুবলীর ‘সরদার বাড়ির খেলা’ (পূর্বের নাম ‘পুলসিরাত’)।
‘তুফান’ সাফল্যের পর শাহরিয়ার শাকিলের প্রযোজনায় রায়হান রাফী ও শাকিব খান নিয়ে আসছেন ‘তাণ্ডব’। অ্যাকশন ধাঁচের এ ছবিটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে রমরমা ব্যবসা করবে এমনটা মনে করে সংশ্লিষ্টরা। ‘মুজিব একটি জাতীর রূপকার’র পর ‘নীলচক্র’ নিয়ে সিনেমা হলে আসছেন আরিফিন শুভ। অনেকের প্রত্যাশা, দুই বছর পর সিনেমা হলে এ ছবির মাধ্যমে আরিফিন শুভ কামব্যাক করবেন।
সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ অ্যাকশন ধাঁচের ছবি। এর মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিষিক্ত হচ্ছেন তাসনিয়া ফারিণ। একটি খুনের ঘটনা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘এশা মার্ডার’। ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’র পর এ ছবি নিয়ে সিনেমা হলে আসছেন সানী সানোয়ার। অ্যাকশন ধাঁচের ‘টগর’ দিয়ে রূপালি পর্দায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে নাট্য নির্মাতা আলোক হাসান পরিচালিত প্রথম ছবি।
‘কাইজার’ ওয়েব সিরিজ বানিয়ে সুনাম অর্জন করা তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। এই ছবিটিকে নির্মাতা ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। পুলিশ ভার্সেস পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে ‘নাদান’ নির্মিত হয়েছে।
‘গোয়ার’ প্রসঙ্গে রাসেল মিয়াঁ জানান, ঈদে যদি পাঁচ হল পান, অন্য সময় পঞ্চাশ হল পাওয়ার মতো ফিডব্যাক পাবেন। তাই ঈদে মুক্তি দিচ্ছেন। রাখাল সবুজ বলেন, ‘সরদার বাড়ির খেলা’ আগামী কোরবানীর ঈদে সিনেমা হলে মুক্তি দেব। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঈদে নয়টি সিনেমা মুক্তির ঘোষণা শুনে বিশ্বাস করতে চাননি বুকিং এজেন্ট অজিত নন্দি। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ঈদে ‘বরবাদ’ একচেটিয়ে ব্যবসা করে বেরিয়ে গেছে। ধারণা করা যাচ্ছে, ‘তাণ্ডব’ দাপটের সাথে সিঙ্গেল স্ক্রিন-মাল্টিপ্লেক্সে চলবে। সবার আগ্রহ শাকিব খানের এদিকে বেশি। এর সঙ্গে ‘ইনসাফ’ সিনেমাটাও দর্শক টানতে পারে। কারণ, ডিরেক্টর-কাস্টিং সবকিছুই বেশ ভালো।
অজিত বলেন, একসাথে বেশি ছবি আসা ঠিক না। অনেক ভালো সিনেমা ঈদের হুড়োহুড়িতে চাপা পড়ে যায়। যেমন ‘অন্তরাত্মা’ যদি ঈদ ছাড়া আসতো ব্যবসা করতো ভালো।









