দেশের অর্থনীতিতে মহাবিপর্যয় আসতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (২১ মে) মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি আলোচনা সভায় বক্তব্য প্রদানের সময় তিনি বলেন, সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেওয়ায় অনেকেই খুশি হয়েছেন। কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না, যা করার নিজেদেরই করতে হবে। তারা প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। সামনে অর্থনীতির মহাবিপর্যয়।
মির্জা ফখরুল বলেন, উপজেলা নির্বাচনে নিজেরা নিজেরা লড়াই করছে। এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করছেনা। কারণ তারা জানে এখানে তাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। তারা বলে, তারা দুর্নীতি করে না। অথচ সাবেক সেনাপ্রধানকে দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।








