নওগাঁয় সরিষা ক্ষেতের পাশে মৌ-বাকশো স্থাপন করে মধু আহরণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মৌ চাষিরা। প্রায় বিনা পুঁজিতে মধু উৎপাদন করে লাখ লাখ টাকা আয় করছেন তারা। চাষিরা বলছেন, সরিষা ফুল থেকে মধু সংগ্রহ এবং তা বিপণনের মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অপার সম্ভাবনা রয়েছে।






