এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা পুরোপুরি নিরাপত্তার সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। পুলিশ সেখানে নিরাপত্তা দেবে। নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না।







