এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনার পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলেছে চ্যানেল আই। ঢাকা পোস্ট অনলাইকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তরিকুল ইসলাম মাসুমের দল। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন চ্যানেল আইয়ের ওপেনার রাহুল রায়।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা পোস্ট। প্রথম ওভারেই তাদের সেরা ব্যাটারকে বোল্ড করে ইনিংস শুরু করেন রাহুল। পরে সাইফুল ইসলাম, নাজিব বেগ ও লুৎফুর রহমান সোহাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৬ ওভারে ৬০ রানে অলআউট হয় দলটি।
৬১ রানে জয়ের লক্ষ্যে নেমে এদিনও চ্যানেল আইয়ের দুই ওপেনার নীলাদ্রি শেখর ও রাহুল রায় ঝড়ো ব্যাটিং শুরু করেন। দুজনে ৩.৩ ওভারে অবিচ্ছিন্ন ৬৪ রান তুলে জয়ের বন্দরে নোঙর করান। রাহুল ২৫ ও নিলাদ্রী ২০ রানে অপরাজিত থাকেন।
রাহুল বোলিংয়ে ২ উইকেটের পর ব্যাটিংয়ে অপরাজিত ২৫ রানে ম্যাচসেরা হন। শেষ ষোলোয় চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দৈনিক জনকণ্ঠ।
আসরের প্রথম ম্যাচে দৈনিক দিনকালের বিপক্ষে ৬ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে আসরের সর্বোচ্চ ১৫৪ রান তুলেছিল চ্যানেল আই। পরে দিনকাল ৭৫ রান করলে ৭৯ রানের বিশাল জয়ে আসর শুরু করেছিল দলটি।








