ভারতের পাঞ্জাবের শাহপুরে সুখদেব সিং (২১) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পিছনে থাকা ট্রাক একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরের চালক চাকায় আটকে যায়। এসময় ৫০০ মিটার দূরে চলে যায় ট্রাক্টরটি। এতে চালকের মৃত্যু হয়।
হোশিয়ারপুরের পুলিশ সুপার মেজর সিং বলেছেন, শনিবার সকালে শাহপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছিল, যার পরে ক্ষুব্ধ আত্মীয় এবং স্থানীয়রা ট্রাক চালককে গ্রেপ্তারের দাবিতে প্রায় ছয় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।
পুলিশ সুপার মেজর সিং আরও বলেন, স্টোন ক্রাশার বোঝাই করা একটি ট্রাক একটি বালি বোঝাই ট্রাক্টরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় কোনোভাবে চালক সুখদেব সিং তার গাড়ির টায়ারের মধ্যে আটকা পড়ে এবং দ্রুতগামী ট্রাকটি প্রায় ৫০০ মিটার পর্যন্ত ট্রাক্টরটিকে টেনে নিয়ে যায়।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে নিহতের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরবর্তীতে, ট্রাক চালক তার গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুখদেবের বাবা জাসবিন্দর সিংয়ের নেতৃত্বে বিক্ষুব্ধ স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ করে, যার ফলে ছয় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে এসপি মনোজ সিং তাদের শান্ত করার পরে তারা বিক্ষোভ তুলে নেয়।








