এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই গাড়ির চার আরোহী।
সোমবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকা-নড়াইল মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশাচ্ছ ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম প্রান্তে পার্কিং থেকে দিয়ে স্থানীয় একটি ট্রাক (যশোর ট ১১-৪৩১৫) পুর্বমুখী ব্রিজে প্রবেশ করছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মুরগির পিকআপ (ঢাকা মেট্রো ন-২৩-২৬১৯) সেটির উপর আছড়ে পড়ে। এতে পিকআপ ও ট্রাকের চালকসহ মোট ৬আরোহীর ৪জন গুরুতর আহত হয়। দুটি গাড়িরই অগ্রভাগ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষনা করেন।
এছাড়া গুরুতর দু’জনের মধ্যে ১ জনকে ঢাকা ১ জনকে খুলনা রেফার করে অন্য দু’জনকে ভর্তি করে নেয়া হয়।নিহতের বাড়ি যশোরের কেশবপুর তবে বিস্তারিত পরিচয় জানা যায় যায়নি।







