চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনের স্বপ্নের দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

১৫ বছর আগে ‘চ্যানেল আই-লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। ধীরে ধীরে অভিনয় দক্ষতা আর নানা মাত্রিক চরিত্রের মাধ্যমে তিনি হয়ে ওঠেন দর্শকের কাছে সেরা অভিনেত্রী। নান্দনিক অভিনয় আর অপূর্ণতাকে পূর্ণতা দিয়ে মেহজাবীন হয়ে উঠেছেন সেরাদের চোখেও সেরা, নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।

শুরুর গল্পটা তাই কখনোই ভুলেননি মেহজাবীন। লাক্স-চ্যানেল আইয়ের সেই দিনগুলোর কথা তিনি মনে রেখেছেন অক্ষরে অক্ষরে! তার জীবনে ২২ জানুয়ারি যেন স্বর্ণাক্ষরে লেখা! কী হয়েছিলো সেদিন?

২০১০ সালের সেই দিনে মেহজাবীনের মাথায় উঠে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ এর বিজয়ী হওয়ার মুকুট! সেদিনের কথা স্মরণ করে বুধবার (২২ জানুয়ারি) মেহজাবীন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ঠিক ১৫ বছর আগে আজকের এই দিনে আমার জীবন একেবারেই পাল্টে গিয়েছিল। ২২ জানুয়ারি ২০১০ থেকে ২২ জানুয়ারি ২০২৫।”

সপরিবারে দেশের বাইরে থাকতেন মেহজাবীন। সেই পুরনো দিনের স্মৃতির ঝাঁপি এরআগেও তিনি খুলেছেন। তখন এ বিষয়ে তিনি বলেন, “২০০৮ সালের শেষের দিকে মাত্র ছ’মাসের জন্য বাংলাদেশে এসেছিলাম। আসার পর তেমন কোনো বন্ধু-বান্ধব না থাকায় অনেকটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এরপর মাথায় চিন্তা এলো লাক্স-চ্যানেল আইয়ের কম্পিটিশনে যাওয়া যায় তাহলে হয়তো কিছু বন্ধু পাবো।”

সেই চিন্তা থেকেই ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মেহজাবীন। হাজার হাজার প্রতিযোগীর মধ্যে তার বিজয়ী হওয়াটা ছিল অনেকটা স্বপ্নের মতো। বলেন, যেন বিশ্বাসই করতে পারছিলাম না তখন!

মেহজাবীন বলেন, এরপর বিজ্ঞাপন করলাম, তারপরে অভিনয়ে পথচলা। আজকের এই অর্জন বা অবস্থান যেটাই বলি তার পেছনে আমার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। কারণ তারা আমাকে বিভিন্ন সময়ে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আমার মা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, এগিয়ে যাবার পথে অনুপ্রেরণা দিয়েছেন।

Reneta

আরও বলেন, বাবা-মায়ের প্রতি আমরা ভালোবাসাটা প্রকাশ করতে পারি না তবুও তারা সেটা বোঝেন। আমি ভীষণ ভাগ্যবতী, এমন পরিবারে জন্ম নেওয়ায়। তারা সাপোর্ট না করলে হয়তো এতদূর আসতে পারতাম না।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়েও নিয়মিত হবেন এমনটা আগে ভাবেননি মেহজাবীন। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তিনি ফটোশুটে ফোকাস দিয়েছিলেন বেশি। তখন তার কাছে মনে হতো অভিনয় থেকে মডেলিংটা সহজ; তাই এখানেই থাকবেন। কিন্তু ২০১৩ সালের পর থেকে অভিনয়েই বেশি মনোযোগ দেন।

মেহজাবীন বলেন, যখন অভিনয় করতাম, কত কথা শুনতাম মানুষের কাছে! অনেকেই বলতো, মডেলরা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না। সেখানেও অনেকের কটুক্তি ও সমালোচনার শিকার হয়েছিলাম। অনেকে আমাক নিয়ে হাসাহাসিও করেছে। দেখতে বিদেশিদের মতো, ভালোভাবে বাংলা বলতে পারিনা; এরকম অনেক সমালোচনা শুনেছি কিন্তু কোনো প্রতিউত্তর দেইনি।

“অভিনয় করতে গিয়েও এরকম অনেক কিছু শুনেছি আর চুপচাপ সয়ে গেছি। আমি কথায় নয়, কাজের মাধ্যমে আমার যোগ্যতা প্রমাণ করেছি। কাজ দিয়েই সবার সমালোচনার জবাব দিতে চেয়েছি। আমি নিজে সমালোচনা করতে পছন্দ করি না, আমার নামে কেউ কিছু বললেও সেসব কানে নেই না। আমি শুধু কাজটাতেই ফোকাস দেওয়ার চেষ্টা করি সবসময়।”-বলছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারের এই পথ চলায় যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন সেসব পরিচালক, সহকর্মী, ভক্ত অনুরাগী এবং সাংবাদিক ভাই-বোনদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। তারা সবাই আমাকে তাদের ভালোবাসার চাদরে সবসময় মুড়িয়ে রেখেছেন। এমন ভালোবাসাতেই সারাজীবন বেঁচে থাকতে চাই।

ছোটপর্দা ছাপিয়ে গেল বছরের শেষ দিকে এসে বড়পর্দায়ও অভিষিক্ত হলেন মেহজাবীন। ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ছবি ‘প্রিয় মালতী’। শঙ্খদাশ গুপ্তের পরিচালিনায় ছবিটি কায়রো আন্তর্জাতিক চচ্চিত্র উৎসবসহ দেশ-বিদেশের বেশ কয়েকটি উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে। সবশেষ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৩তম আসরে ফিপ্রেস্কি পুরস্কারও জিতেছে ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে আরেক ছবি ‘সাবা’, এটিও বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইনাটকপ্রিয় মালতীমেহজাবীনলিড বিনোদনসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তারেক রহমান

জানুয়ারি ২১, ২০২৬
ছবি সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

জানুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রয়োজনে পদক্ষেপ নিতে ইউরোপ পুরোপুরি প্রস্তুত: ইইউ প্রেসিডেন্ট

জানুয়ারি ২১, ২০২৬
ছবি সংগৃহীত

রমজানের আগে এলপি গ্যাসের সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা

জানুয়ারি ২১, ২০২৬

ঢাকা–১৯: চৌধুরী হাসান সারওয়ার্দীকে ‘ছাতা’ প্রতীক বরাদ্দ

জানুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT