ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) তৃতীয় রাউন্ডে রেকর্ড গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড সংগ্রহ গড়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় জয় পেয়েছে দলটি। অন্যদিকে তামিম ইকবালের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে আবাহনী লিমিটেড।
রেকর্ড গড়া ম্যাচে বড় জয় প্রাইম ব্যাংকের
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সকে ১৭৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। টসে হেরে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ৪২২ রানের রেকর্ড সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের এটি প্রথম চারশ রান। ২০১৮ সালের প্রিমিয়ার লিগে ৩৯৩ রান করেছিল আবাহনী লিমিটেড। বাংলাদেশের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও এটি। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত।
ব্যাটে নেমে প্রাইম ব্যাংককে দারুণ শুরু এনে দেন নাঈম শেখ ও সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে ১১০ বলে ১৪০ রান তোলেন দুজনে। ৯ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ৭৩ রান করে সাব্বির আউট হলে জুটি ভাঙে।
৩৮ বলে ফিফটি করে দ্রুত রান তুলতে থাকেন নাঈম। ৮২ বলে সেঞ্চুরি করেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার নবম সেঞ্চুরি এটি। ঝড়ো ব্যাটিং করে ১৭৬ রানে থামেন প্রাইম ব্যাংক ওপেনার। ১২৫ বলের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১৪টি চারের মার।
নাঈম-সাব্বিরের পাশাপাশি রান পেয়েছেন সাজ্জাদুল হক রিপন ও আব্দুলা আল মামুন। রিপন ৩৭ বলে ৫০ রান এবং মামুন ২২ বলে ৪০ রান করেন।
ব্রাদার্স বোলারদের মধ্যে আল আমিন হোসেন ৩ উইকেট নেন। সালাউদ্দিন শাকিল নেন দুটি উইকেট।
রানতাড়ায় নেমে ৪২.৩ ওভারে ২৪৯ রানে থামে ব্রাদার্সের ইনিংস। আইচ মোল্লা সর্বোচ্চ রান করেন। সাতটি চার ও পাঁচটি ছক্কায় ১১০ বলে ৯৬ রান করেন। বাকিদের মধ্যে মাইশুকুর রহমান ৪৮ বলে ৩৪ রান এবং অলক কাপালি ১৭ বলে ৩০ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে রিশাদ হোসেন তিন উইকেট নেন। হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শামীম পাটোয়ারী নেন দুটি করে উইকেট।
তামিমের সেঞ্চুরিতে জিতেছে মোহামেডান
তামিমের সেঞ্চুরিতে বিকেএসপির ৪নং মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৬.৩ ওভারে ২১৮ রানে থামে পারটেক্স। জবাবে নেমে ৪০.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় মোহামেডান।
মোহামেডান বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি পারটেক্স ব্যাটাররা। আহরার আমিন সর্বোচ্চ ৭৮ রান করেন, ৮৬ বলে। বাকিদের মধ্যে জাওয়াদ রোয়েন ৪৫ বলে ৪২ রান এবং জয়রাজ শেখ ৫৬ বলে ৩৮ রান করেন।
মোহামেডানের তাইজুল ইসলাম চার উইকেট নেন। নাসুম নেন তিন উইকেট। সাইফউদ্দিন দুটি উইকেট নেন।
রানাতাড়ায় নেমে তামিমের ১১২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসে ৫৮ বল হাতে রেখে জয় পায় মোহামেডান। তামিমের ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কার মার। তাওহীদ হৃদয় ৪৩ বলে ৩৭ এবং মুশফিকুর রহিম ৪৪ বলে ৩৫ রান করেন।
পারটেক্সের হয়ে জাওয়াদ রোয়েন, মোহর শেখ ও নাঈম ইসলাম জুনিয়র একটি করে উইকেট নেন।
রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে আবাহনী
বিকেএসপির ৩নং গ্রাউন্ডে রূপগঞ্জ টাইগার্সে বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আবাহনী। টসে হেরে আগে ব্যাটে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতে ২৬০ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে নেমে ৪৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছায় আবাহনী।
রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি করেছেন আল আমিন জুনিয়র। ১০টি চার ও দুটি ছক্কায় ৮৯ বলে ১০৪ রান করেন রূপগঞ্জ অধিনায়ক। ফয়সাল ৪৭ বলে ৪৯ রান এবং মাহমুদুল হাসান ৩৯ বলে ২৫ রান করেন।
আবাহনীর হয়ে রাকিবুল হাসান তিনটি উইকেট নেন। মোসাদ্দেক ও নাহিদ রানা নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে আবাহনীর হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। ৬১ বলে ৬০ রান করেন। পারভেজ হোসেন ইমন করেন ৫৮ বলে ৪৭ রান। পরে মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৩৮ বলে ৪৭ রানে জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফয়সাল দুটি উইকেট নেন।








