প্যারিস অলিম্পিকে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন ইরাকি জুডোকা সাজ্জাদ সেহেন। এবারের আসরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার প্রথম ঘটনা এটি। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) বিষয়টি জানিয়েছে।
গত মঙ্গলবার প্যারিসে সাজ্জাদের নমুনা সংগ্রহ করে আইটিএ। বিশ্লেষণ শেষে সংস্থাটি বলেছে, সাজ্জাদের নমুনায় নিষিদ্ধ মেটানডিয়েনান এবং বোল্ডেনন পাওয়া গেছে’। ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি (ওয়াডা) এ দুটি ড্রাগকেই নিষিদ্ধ করেছে।
প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েছেন ২৮ বর্ষী সাজ্জাদ। আগামী সপ্তাহে ছেলেদের ৮১ কিলোগ্রাম ক্লাসে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সমাধান না হয়া পর্যন্ত প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাকে। অর্থাৎ, প্যারিস অলিম্পিকের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এই অ্যাথলেট।
যদিও ইরাক অলিম্পিক দলের ম্যানেজার হেরদা রাউফ দাবি করছেন অস্ত্রোপচারের কারণে এমনটা ঘটতে পারে। বলেছেন, ‘তাকে সার্জিক্যাল অস্ত্রোপচার করাতে হয়েছে। সম্ভবত এ কারণে কিছু ওষুধ নিতে হয়েছে।’
অবশ্য এখনও সুযোগ আছে সাজ্জাদের হাতে। আইটিএ জানিয়েছে, সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) প্রাথমিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। পাশাপাশি আরেকবার নমুনা পরীক্ষার আবেদনও করতে পারবেন সাজ্জাদ।








