এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কাজাখস্তানের দুর্গম এলাকায় দেখা মিলেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি টিম মেম্বার। নামগুলো একসঙ্গে শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে এক নাম— ‘দম’।
তাহলে কি ‘দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় এই টিম? এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার সোশ্যাল হ্যান্ডেলে ছবি–ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারণা দিয়েছেন। লিখেছেন, ’দম’–এর দম পরীক্ষা।
দর্শকরা মনে করছেন, ঠিকভাবেই চলছে সিনেমার কাজ। দারুণ কিছু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক–নির্মাতা–শল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা লোমহর্ষক হতে পারে ’দম’ সিনেমার দৃশ্যধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে।
নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।
এর আগে ‘দম’ সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়ণের প্ল্যান করেছেন সংশ্লিষ্টরা। কারণ শেয়ার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘দম রেকি’ ‘কাজাখস্তান’।
দম সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ’দম নিয়ে দম বানাতে আসছি’। এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দম সিনেমায়। এতে যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।
অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, দম সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। অর্থাৎ দুজন অভিনেতাই গল্প ও অভিনয়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন তাদের বক্তব্যে।
সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ এর রোজার ঈদে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে ‘দম’ টিমের।








