চলতি মাসেই ইটালিতে বিয়ের আসরে বসার কথা ছিল ডোনাটো ফ্রাটারোলির। সমস্ত পরিকল্পনা আগে থেকে করা ছিল। কিন্তু তিনি এখন বিয়ের আসরে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ তার পোষা কুকুরটি পাসপোর্ট চিবিয়ে অর্ধেক খেয়ে ফেলেছে।
আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের বাসিন্দা ডোনাটো ফ্রাটারোলি। ‘ডেস্টিনেশন ওয়েডিং’এর ইচ্ছা ছিল তার। তাই ৩১ আগস্ট ইটালিতে বিয়ের সব পরিকল্পনা অনেক দিন আগে থেকেই করা ছিল।
পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহখানেক আগে অর্থাৎ ২৩ আগস্ট তার এবং হবু কনের ইটালির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা করতে সম্প্রতি তিনি এবং তার হবু স্ত্রী বাইরে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তার পোষা কুকুর ম্যাট্রেসের ওপর রাখা পাসপোর্টের অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলেছে।
ডোনাটো জানিয়েছেন, বিয়ের কথা শুনে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া রয়েছে। খুব দ্রুত পাসপোর্ট পেয়ে যাবেন বলে কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন।








