সবশেষ ২১ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের একক ফাইনালে শিরোপা জিতেছিলেন অ্যান্ডি রডিক। ২১ বছর পর স্বদেশের আয়োজিত এ শিরোপা জেতার সুযোগ এসেছিল টেলর ফ্রিটজের।
তবে সুযোগ কাজে লাগাতে না পেরে হতাশ হয়েছেন ফ্রিটজ, প্রথমবার ফাইনাল খেলা ২৬ বর্ষী এ তারকা ঘুচাতে পারেননি শিরোপা খরা। তবে হারের পর তাকে শান্তনা দিয়েছেন এবারের আসরের তৃতীয় রাউন্ডে বাদ পড়া সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ।
যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রোববার রাতে টেলরকে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমের সরাসরি সেটে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্লামটা নিজের করে নিয়েছিলেন সিনার। প্রথমবার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে হারলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকার কাছে।
জোকোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রিটজের একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, ‘একটি দুর্দান্ত টুর্নামেন্ট এবং প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের পর শুভকামনা।’
এর আগে চারবার ইউএস ওপেনের শিরোপা জিতেছেন জোকোভিচ। তবে এবারের আসরের তৃতীয় রাউন্ডে অ্যালেক্সেই পপিরিনের কাছে হেরে আসর থেকে বাদ পড়েন সর্বাধিক গ্র্যান্ডস্লামজয়ী মহাতারকা।








