শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। রবিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এরআগে শুক্রবার (৩ অক্টোবর) সম্পন্ন হয়েছে সিনেমাটির ‘ফাইনাল লুক সেট’ ও ‘ফার্স্ট লুক পোস্টার’-এর ফটোশুট।
এই ফটোশুটে অংশ নেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও, যার শিরোনাম— “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?”।
প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে কথা বলেছেন ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদ। যেখানে তিনি জানিয়েছেন সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা।
নির্মাতা বলেন,“আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের ভাবনা, চিন্তা, আর বাস্তবতা নিয়েই গল্পটা সাজানো।”
শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ‘সোলজার’। সাকিব ফাহাদ বলেন,“গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই। আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন— যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।”
দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের বার্তাও থাকবে বলে জানান পরিচালক। “দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যতো সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেটাই তুলে ধরা হবে ‘সোলজার’-এ,” বলেন সাকিব ফাহাদ।
ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, ছবিটি অন্য সময় মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছে প্রযোজনা টিম। এ বিষয়ে তিনি বলেন,“আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর— সবার জন্যই লাভজনক হবে। আমরা সে সাহসী উদ্যোগই নিচ্ছি।”
গল্পে থাকবে অ্যাকশন, রোমান্স ও ড্রামার মিশেল। পরিচালক জানান,“শাকিব ভাইয়ের হাতে অনেকগুলো অপশন ছিলো, কিন্তু ‘সোলজার’-এর গল্প শুনে উনি হয়তো ভেবেছেন— বর্তমান বাস্তবতায় এমন গল্পের সঙ্গেই থাকতে চান। আমরা চেষ্টা করছি, উনার আস্থা যেন বিফলে না যায়।”
সাকিব ফাহাদ আরও যোগ করেন,“আমাদের গল্পের ভেতরে একটা ফিলোসফি আছে, একটা ভাবনা আছে। দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয়, এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে— দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই।”
‘সোলজার’ ছবিতে শাকিব খান ছাড়াও তানজিন তিশা, ঐশী ও এবিএম সুমনসহ বহু তারকা মুখকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করছেন কামরুল হাসান খসরু (‘মনপুরা’, ‘হাওয়া’, ‘দেবী’), আর ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন হলিউড-বলিউডে নিয়মিত কাজ করা এক বিশেষজ্ঞ।








