পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। এমনকি পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বন্ধ করা হয়েছে ভারতে। বলিউডের বেশ কয়েকটি ছবির পোস্টার থেকেও বাদ দেওয়া হয়েছে পাক শিল্পীদের মুখ। ঠিক একই বিতর্কে এবার মুক্তিতে বাধা পড়লো দিলজিৎ দোসাঞ্জের আসন্ন সিনেমা ‘সর্দারজি ৩’এ।
জানা গেছে, আপাতত ভারতে মুক্তি পাচ্ছে না এই ছবি। বিতর্কের সূত্রপাত পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে। যিনি দিলজিতের বিপরীতে অভিনয় করেছেন।
মূলত পেহেলগাম কাণ্ডের পরই ‘সর্দারজি ৩’ থেকে হানিয়াকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু পেহেলগাম হত্যাকাণ্ডের বেশ কিছু দিন আগেই শেষ হয়ে গিয়েছিল দিলজিতের ছবির শুটিং। তাই হানিয়াকে নিয়েই সেই ছবির কাজ শেষ করতে হয় পাঞ্জাবি শিল্পীকে।
সম্প্রতি ছবিটির ঝলক মুক্তি পেয়েছে। সেই ঝলকেই স্পষ্ট, কোন ভাবেই সরিয়ে দেওয়া যায়নি হানিয়াকে। তিনি ছবিতে রয়েছেন। তবে সেই ঝলক ইউটিউবে ভারতীয় দর্শকেরা দেখতে পাচ্ছেন না। নির্মাতারাই এই ছবির ঝলক ভারতীয়দের জন্য প্রকাশ করেননি। তাই ভারতে এই ছবি মুক্তি পাচ্ছে না।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলজিৎ নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন, “২৭ জুন ‘সর্দারজি ৩’ শুধুমাত্র আন্তর্জাতিক মহলেই মুক্তি পাচ্ছে।”
ছবিতে হানিয়া ছাড়াও নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার মতো পাকিস্তানি অভিনেতা রয়েছেন। কিছু দিন আগেই ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লুআইসিই)-র সভাপতি বিএন তিওয়ারি দিলজিতের নিন্দায় সরব হন।
এমনকি ভারতের বিনোদন জগৎ থেকে তাকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। এই সব পরিস্থিতির কথা মাথায় রেখে দিলজিৎ তার ছবিকে ভারতে মুক্তি না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন।








