বিশ্বকাপ এবং টানা দুই কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ক্লাবের হয়ে অর্জনের খাতা এখনও খোলা রেখেছেন রাইট উইঙ্গার। বেনফিকার হয়ে পর্তুগীজ লিগ কাপ জিতে শিরোপার সংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৩৬টিতে।
আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ শিরোপা জিতেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারে যোগ দিয়ে শিরোপা জয়ের পর তার শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে। ব্যক্তিগত অর্জনে মেসির পরই ডি মারিয়ার অবস্থান, তার শিরোপা সংখ্যা এখন ৩৬।
২০২৩ সালে বেনফিকায় যোগ দিয়ে ৫টি শিরোপা জিতলেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের হয়ে সংখ্যা ৬টি, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে। তবে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে সবচেয়ে বেশি ১৯ শিরোপা জিতেছেন, যার মধ্যে লিগ শিরোপা রয়েছে ৫টি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। তার আগে প্রথমবার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দ্বিতীয়বার একই শিরোপ উঁচিয়ে ধরেছেন। এছাড়া লা ফিনালিস্সিমার একটি শিরোপা উঠেছে তার ঝুলিতে।
বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ডি মারিয়া। অলিম্পিকে একটি স্বর্ণপদকও জিতেছেন ৩৬ বর্ষী তারকা।








