রঞ্জি ট্রফিতে একযুগ পর ফিরেছেন বিরাট কোহলি। মহাতারকাকে ঘিরে দর্শকদের প্রত্যাশার কমতি নেই। মাঠে হাজির হয়েছিলেন ধারণক্ষমতারও বেশি দর্শক। প্রত্যাবর্তন অবশ্য সুখকর হয়নি কোহলির। কেবল ১৫ বল টিকেছেন, ৬ রান করে সাজঘরে ফিরছেন ৩৬ বর্ষী ডানহাতি ব্যাটার।
রেলওয়ের বিপক্ষে বৃহস্পতিবার টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কোহলির দল দিল্লি। ফিল্ডিংয়ের সময়ই সমর্থকদের ভালোবাসা পান তিনি। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে ভালোবাসার প্রতিউত্তরও দেন কোহলি।
দ্বিতীয় দিনে হর্ষ সাংওয়ানের ইনসুইং ডেলিভারিতে ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে বল আঘাত হানলে অফ-স্টাম্প উড়ে যায় কোহলির। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। এরপর অবশ্য ধীরে ধীরে ফাঁকা হতে থাকে গ্যালারি। এই ম্যাচে দিল্লির আরেকটি ইনিংস আছে। সে ইনিংসে ভালো কিছু করতে মুখিয়ে থাকবেন কিং কোহলি।
Harish Sangwan Knocked Out Virat King Kohli , At The Score of 6 (Full Crowd Reaction + Celebration) #ViratKohli𓃵 | #ViratKohli pic.twitter.com/QBHLRfsLKb
— 𝐒𝐑𝐈𝐉𝐀𝐍 🇮🇹 (@LegendDhonii) January 31, 2025
এর আগে, ম্যাচ শুরুর দিনে ভোরের আলো ফোটার আগেই স্টেডিয়ামের সামনে দর্শকরা জড়ো হতে শুরু করেন। ভোরেই লম্বা লাইন হয় দর্শকদের। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে গিয়ে বেশ কয়েকজন সমর্থক আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু মোটরসাইকেল। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শেষ মুহূর্তে একাধিক গ্যালারি খুলতে হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, নিজেদের প্রথম ইনিংসে রেলওয়ের দেয়া ২৪১ রানের জবাবে ৫ উইকেটে ২৭৩ রান করেছে দিল্লি। তাতে ৩২ রানের লিড পেয়েছেন কোহলিরা।








