অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস আট বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন। তাঁর নতুন ছবি অ্যানিমোন এর বিশ্বপ্রিমিয়ার হবে চলতি বছরের নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে, যা চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
ফোকাস ফিচার্স প্রযোজিত এই পারিবারিক নাটক পরিচালনা করেছেন ডে-লুইসের ছেলে রোনান ডে-লুইস—যা তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাবা-ছেলে মিলে লিখেছেন ছবির চিত্রনাট্য।
উত্তর ইংল্যান্ডের প্রেক্ষাপটে নির্মিত অ্যানিমোন-এ দেখা যাবে এক শহরতলির মানুষকে (শন বিন), যিনি বহুদিনের বিচ্ছিন্ন সন্ন্যাসী ভাইয়ের (ডে-লুইস) সঙ্গে বনে দেখা করতে যান। রহস্যময় ও জটিল অতীতে বাঁধা এই দুই ভাইয়ের সম্পর্ক তিক্ত হলেও মাঝে মাঝে কোমল হয়ে ওঠে—যা বহু বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কারণে চিরতরে বদলে গেছে।
ছবিতে আরও অভিনয় করেছেন সামান্থা মর্টন, স্যামুয়েল বটমলি। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন বেন ফোর্ডসম্যান।
ডে-লুইস মাই লেফট ফুট (১৯৮৯), দেয়ার উইল বি ব্লাড (২০০৭) ও লিঙ্কন (২০১২) ছবির জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন। সর্বশেষ তিনি ২০১৭ সালে পল থমাস অ্যান্ডারসনের ‘ফ্যান্টম থ্রেড’-এ অভিনয় করেন। এরপর তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আর অভিনয় করবেন না।
সে সময় ডব্লিউ ম্যাগাজিনকে তিনি বলেছিলেন,“অবসর নেওয়ার ইচ্ছা আমার মধ্যে শেকড় গেড়ে বসেছিল, যা পরিণত হয় এক ধরনের বাধ্যবাধকতায়… আমি যা করছি, তাতে মূল্য খুঁজে পেতে চাই, কিন্তু সাম্প্রতিক সময়ে তা আর পাচ্ছি না।” ইউএস ম্যাগাজিন








