ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে এখন পর্যন্ত (সন্ধ্যা ৭টা) কক্সবাজার জেলার ৭৭৬টি আশ্রয় কেন্দ্রে এক লাখ ৮৭ হাজার ৩৭০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
শনিবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানিয়েছেন, তিনি আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন। আশ্রয় নেওয়া মানুষগুলোর যাতে কোন সমস্যা না হয় সে বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে খেয়াল রাখা হচ্ছে।
এছাড়াও জেলা প্রশাসক জানান, সেন্টমার্টিন দ্বীপের প্রতিটি মানুষ বর্তমানে আশ্রয় কেন্দ্র রয়েছে। আশ্রয় নেওয়া মানুষগুলোর খাবার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।







