এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত ইউরোতে অংশ নেয়া ২৪ দেশের সাতটিকে শাস্তি দিয়েছে ইউরোপিয়ান গভর্নিং বডি উয়েফা। বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণে দেশগুলোকে শাস্তি দেয়া হয়েছে। আসরে মোট ১৭টি ম্যাচ বর্ণবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে, জানিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণ করে শাস্তি পাওয়া দেশগুলো হল- সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং আলবেনিয়া। এসব দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে।
উয়েফা ক্রোয়েশিয়াকে ৫০ হাজার ইউরো জরিমানা করেছে। একই সাথে নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে পরবর্তী ম্যাচের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা পেয়েছে তারা। অস্ট্রিয়াকে ২০ হাজার ইউরো জরিমানা এবং টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উয়েফার পরবর্তী অ্যাওয়ে ম্যাচে দুবছরের জন্য টিকিট বিক্রি করতে পারবে না তারা।
ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে শিরোপা জিতে ‘আচরণের মৌলিক নিয়ম’ লঙ্ঘন করার অভিযোগ উঠেছে স্পেনের ইউরোজয়ী অধিনায়ক আলভারো মোরাতা ও রদ্রির বিরুদ্ধে। শিরোপা জেতার পর জিব্রাল্টার সম্পর্কে আক্রমণাত্মক গান গেয়েছিলেন তারা। দেশটির ফুটবল ফেডারেশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।








