সংসদে জ্বালানী বিষয়ক আলোচনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিদ্যুৎ সংকটের মূলে জ্বালানী নীতি আর এজন্য জ্বালানী উপদেষ্টা ও প্রতিমন্ত্রী দায় এড়াতে পারেন না।
বুধবার (১৪ জুন) জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের অধিবেশনে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হবার পর বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডেশন বিল ২০২৩ স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর শুরু হয় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা।
বাজেটের ওপর আলোচনায় রাশেদ খান মেনন বলেন, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আগ্রহ নেই অথবা তারা কাউকে সুবিধা দিতে চায়।
বর্তমান রাজনীতি শ্রম আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংস্কারের প্রয়োজন।
মহান মুক্তিযুদ্ধ এবং এরপরবর্তী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, দল হিসেবে জামায়াত নিষিদ্ধ না হয়ে প্রকাশ্যে সমাবেশ কিসের আলামত। তাদের উচিত ডোনাল্ড ট্রাম্পকে সামলানো।







