অস্ট্রেলিয়া হকি দলের তারকা টম ক্রেইগ প্যারিসে কোকেন কিনতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। ৬ আগস্ট পুলিশের হাতে আটক হওয়া তারকাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। ‘ড্রাগ ব্যবহারের অপরাধের জন্য সতর্কতা’ দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আটকের পর ক্রেইগ মন্তব্য করেছিলেন, ‘আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি। আমার এ ভুল কাজের জন্য তার পুরো দায়িত্ব নিচ্ছি।’
‘আমার ভুল কাজের জন্য শুধু আমিই দায়ী। এটি আমার পরিবার, সতীর্থ, বন্ধু-বান্ধব, আমার খেলাধুলা বা অস্ট্রেলিয়া দলের মূল্যবোধ প্রতিফলিত করে না। এ ঘটনার জন্য আমি পুরোপুরি লজ্জিত। আমি সত্যিই এ ঘটনায় দুঃখিত।’
অস্ট্রেলিয়া হকি দলের প্রধান ডি মিশন আনা মেয়ারেস জানিয়েছেন, ক্রেইগ আসরে নিজের জন্যই ওই মাদক কেনার চেষ্টা করছিলেন। তিনি জানান, ‘টম যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। সে ভালো মানুষ যে একটি খারাপ সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সে যে কাজ করেছে সেটার জন্য দলের মূল্যবোধ প্রতিফলিত হয় না।’








