এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) মরহুমা বেগম খালেদা জিয়ার বাসভবনে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় নেতা পরস্পরের সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করেন।
২০২৫ সালের মে মাসে সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষে জড়ানোর পর পাকিস্তান ও ভারতের নেতৃত্ব পর্যায়ে এটিই প্রথম এমন সরাসরি সাক্ষাৎ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের নেতারা ঢাকায় উপস্থিত হন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে ঢাকায় নেওয়ার সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং রাস্তাজুড়ে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।









