কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। আসরে শুরুটা প্রত্যাশামত হয়নি চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সাবিনা খাতুনের দল। ম্যাচটিতে খেলা হয়নি মাসুরা পারভীনের। কেন তাকে নামানো হয়নি কারণ এখনও অজানা লাল-সবুজের তারকা ডিফেন্ডারের।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এমন বলেছেন মাসুরা। বলেছেন, ‘এটা আসলে বলতে পারবো না, কোচই ভালো বলতে পারবেন।’
মিডফিল্ডের অন্যতম ভরসা মারিয়া মান্দাও ছিলেন না শুরুর একাদশে। ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় তাকে। মাসুরা নাম নিয়েছেন মারিয়ারও, পাকিস্তান ম্যাচে খেলতে না পারার আক্ষেপ জানাতে গিয়ে।
‘সবাই দেখেছেন পাকিস্তান ম্যাচে শুরুটায় আমি এবং মারিয়া ছিলাম না। তবে জানি না কেনো আমাদের দুজনকে নামানো হয় নাই। এটা আসলে বলতে পারবো না, কোচই ভালো বলতে পারবেন।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ‘ড্র’ করার আক্ষেপ এখন পোড়াচ্ছে বাঘিনীদের। পাশাপাশি এটাও মানছেন, ম্যাচটি ড্র না হলে হয়তো চ্যাম্পিয়ন হওয়াই যেত না। কারণ ম্যাচটি থেকে শিক্ষা নিয়ে পরে ঘুরে দাঁড়িয়েছে সাবিনার দল। মাসুরা বললেন এমনই।
‘দেখেছেন, পাকিস্তানের সাথে বাংলাদেশ কী খেলেছে এবং ২২ সালে কী খেলছিল! সবমিলিয়ে ‘ড্র’ আসলে যেটা হইছে, মনে হয় ভালো হয়েছিল ড্র’টা হয়ে। কারণ ড্র’টা না হলে আমরা হয়তো ট্রফিটা পেতাম না। পাকিস্তানের সাথে ড্র হওয়ার পরই আমরা কিছু শিক্ষা পাইছি। আমাদের নিজেদের ভুল, আমাদের কোন জায়গায় কী করা লাগবে।’
সাফ সফরকে দুর্দান্ত বলছেন মাসুরা। বলেছেন, ‘সবকিছু মিলিয়ে দুর্দান্ত ছিল এবং পাকিস্তান ম্যাচে ড্র হওয়ার কারণেই আমরা ট্রফিটা পেয়েছি।’








