১৯৯৫ সাল থেকে হলিউডের অন্যতম প্রধান পুরস্কার হিসেবে স্বীকৃত স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস। এবছর হলো যার ৩১তম আসর।
রবিবার আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যায় ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসঅ্যাজি) অ্যাওয়ার্ডস-এর জমকালো আসরের পর্দা নামে। এবারের আয়োজন ছিল সিনেমা ও টেলিভিশনের সেরা প্রতিভাবানদের উদযাপনের রাত।
অস্কারের সপ্তাহ খানেক আগে যে উৎসবে বড় জয় পেয়েছে ‘কনক্লেভ’। সিনেবোদ্ধারা মনে করছেন, অস্কারের এক সপ্তাহ আগে প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছে।
পোপ নির্বাচনের প্রেক্ষাপটে তৈরি এই থ্রিলারটি অনুষ্ঠানের সবচেয়ে বড় পুরস্কার সেরা অভিনয়শিল্পীদের দল (বেস্ট এনসেম্বল কাস্ট) জিতে নিয়েছে। এটি গত সপ্তাহে বাফটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র জয়ের পর আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে।
অন্যান্য বিজয়ীদের মধ্যে ছিলেন ডেমি মুর ও টিমোথি চালামেট। যাদের অস্কার জয়ের সম্ভাবনাও এই পুরস্কার জয়ের মাধ্যমে আরও উজ্জ্বল হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ক্রিস্টেন বেল। যিনি তারকাবহুল এই সন্ধ্যায় সেরা প্রতিভাদের সম্মানিত করেছেন। পাশাপাশি, তিনি ‘নোবডি ওয়ান্টস দিস’-এর জন্য সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কারের জন্যও মনোনীত ছিলেন।
সিনেমা বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্তরা:
সেরা অভিনয়শিল্পীদের দল (কাস্ট পারফরম্যান্স): ‘কনক্লেভ’ – ধর্মীয় পটভূমিতে ভ্যাটিকানের উপর নির্মিত একটি থ্রিলার
সেরা অভিনেতা: টিমোথি চালামেট – কিংবদন্তী সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোউন’-এ অসাধারণ অভিনয়ের জন্য।
সেরা অভিনেত্রী: ডেমি মুর – শরীর-ভীতিজনিত (বডি হরর) চলচ্চিত্র ‘দ্য সাবস্ট্যান্স’-এ চমৎকার অভিনয়ের জন্য।
সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কালকিন – ‘অ্যা রিয়েল পেইন’-এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য।
সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা – ‘এমিলিয়া পেরেজ’-এ অনবদ্য অভিনয়ের জন্য। –ইডব্লিউ








