মহান বিজয় দিবসে সর্বজনীন কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। সোমবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আসতে থাকে সাধারণ মানুষ। দুপুরের দিকে শুরু হয় এই কনসার্ট।
বেলা বাড়ার সাথে সাথে মানিক মিয়া এভিনিউ রীতিমত লোকে লোকারণ্য! আয়োজকরা বিজয়ের দিনে আয়োজিত এই কনসার্টকে বলছেন সংগীতের সবচেয়ে বড় উন্মুক্ত আয়োজন!
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হয় এই কনসার্ট। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নিয়েছেন। থাকছেন জেমসের নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড।
সেইসাথে কনসার্টে অংশ নিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারদের মতো তারকা শিল্পীরাও।
সংশ্লিষ্টরা জানান, কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো এই কনসার্টের লক্ষ্যে। আয়োজকরা জানিয়েছেন, রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্ট।








