বাংলাদেশের ছোট-বড় সব সাফল্য ও এর পেছনে খেটে যাওয়া জনতার পরিশ্রমকে পূর্ণ সমর্থন ও সাধুবাদ জানাতে এবং তাদের উদ্যমকে আরও অণুপ্রেরণা দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গো-যায়ান নিবেদিত ‘সমর্থন বাংলাদেশ কনসার্ট ২০২৩’।
কনসার্টে পারফর্ম করবে আর্টসেল, ব্ল্যাক, সোনার বাংলা সার্কাস, বে অব বেঙ্গল, মিলন মাহমুদ, আধখানা চাঁদ, স্টুডিও মায়েস্ট্রোস এবং ফিচারিং আর্টিস্টরা।
দেশসেরা সব সব আর্টিস্টদের সাথে গলা মিলিয়ে বাংলাদেশের জয়গান গাইতে কনসার্টটি শুরু হবে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ৩ টা থেকে, হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার-এ।
অনুষ্ঠানটি আয়োজন করেছে লার্কসাম কর্পোরেশন, মিউজিক ও ইভেন্ট পার্টনার হিসেবে আছে স্টুডিও মায়েস্ট্রোস, ডিজিটাল পার্টনার হিসেবে আছে ওয়ান্ডার ওয়ার্ল্ড ডিজিটাল, টেক পার্টনার হিসেবে আছে ইওলো স্টুডিও। আগ্রহীরা অনলাইনে টিকেট কেটে নিতে পারেন আগেই।








