এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কুষ্টিয়া শহরে হাত-পা বেঁধে ও মুখে গামছা পেঁচিয়ে মারধরের পর চারতলার ছাদ থেকে ফেলে রুবেল নামের একজন কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল ১ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের স্যার ইকবাল রোডের বনফুড বেকারির সামনে লাল মিয়ার চারতলা বাসার ছাদ থেকে রুবেলকে ফেলে দেওয়া হয়।
কয়েকজন পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
নিহত রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ওই চারতলা ভবনের তিন তলায় মেসে থাকতেন।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে আটক করেছে।








