এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির আর কোন শিরোপার স্বাদ নেওয়া বাকি নেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে উয়েফা ইউরোপা কিংবা কনফারেন্স লিগ কাপসহ ঘরোয়া প্রিমিয়ার লিগ, এফএ কাপ থেকে শুরু করে সব আছে স্ট্যামফোর্ড ব্রিজে। ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগকে সবচেয়ে বড় ও মর্যাদাপুর্ণ লিগ আসর হিসেবে দেখা হয়। তবে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি ডিফেন্ডার ল্যাভি কোলউইল দাবি করেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ একটা সময় চ্যাম্পিয়ন্স লিগকেও ছাড়িয়ে যাবে।
ক্লাব বিশ্বকাপের আগের আসরগুলোতে আট মহাদেশীয় লিগ চ্যাম্পিয়নদের নিয়ে হতো। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যা এখন থেকে প্রতি চার বছর পরপর হবে। প্রতিটা মহাদেশের শিরোপা জয়ী এবং র্যাঙ্কিংয়ে উপরে থাকা ক্লাবগুলোকে সুযোগ দেয়া হয় এইখানে। অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগে সব আসরে ৩২ দল নিয়ে খেলা হলেও এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত। দলের সংখ্যায় বিবেচনা করলে ইউরোর সেরা মঞ্চ এবং বিশ্বের সেরা মঞ্চ একই প্রতিযোগীতামূলক অবস্থান ধারণ করে।
তবে ইউরো সেরাদের হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের খ্যাতি পেয়েছে চেলসি। এ নিয়ে চেলসির ডিফেন্ডার কোলউইল বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপের শুরুতেই বলেছিলাম যে, আমাদের পরিকল্পনা হল এটা জেতা। তখন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করেছে, আমাকে পাগল বলেছে। এখন প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও এমনটাই বলবো। ’
‘এটা আমার জীবনে সবচেয়ে বড় ট্রফি। আর আমার মনে হয় ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বড়। আর আমরাই প্রথম দল যারা এটা জিতেছি। ’
চ্যাম্পিয়ন্স লিগ জিতে উড়তে থাকা পিএসজিকে রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০তে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতে চেলসি।








