রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ মেঘলা থাকায় গরমের তীব্রতা কিছুটা কমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা গেছে। এতে একদিকে যেমন গরমে কিছুটা স্বস্তি এসেছে, অন্যদিকে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটে জনভোগান্তিও দেখা দিয়েছে।
আজ ২৮ এপ্রিল সোমবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চল থেকে আসা একটি নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এ ধরনের আবহাওয়া আগামী এক-দুই দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকায় দুপুরের পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কে পানি জমে ছোটখাটো জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে অফিসগামী ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। তবে নগরীর জলাবদ্ধতার চিরাচরিত সমস্যাটি এবারও পরিস্থিতিকে কিছুটা কঠিন করে তুলেছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও ঢাকাসহ আশেপাশের এলাকায় আরও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।








