এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঈদে দর্শক নতুন ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন। প্রতি বছরের মতো এবারও প্রযোজক-পরিচালকরা ছবি মুক্তির পরিকল্পনা করেছেন। আর তিন দিন পরেই ঈদুল আজহা। চলচ্চিত্রপাড়ায় এখন চলছে ছবি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি!
আসন্ন ঈদুল আযহায় পাঁচটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘তুফান’। যেটি সুপারস্টার শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমা। এই ছবির আলোচনায় অন্যসব ছবির আলোচনা অনেকটাই মলিন!
আসুন জেনে নেই, তুফান ছাড়াও ঈদে যেসব সিনেমা মুক্তি পাচ্ছে…
তুফান, রায়হান রাফী
মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে তুফান। এ ছবি নিয়ে অনলাইন ও অফলাইন সবখানে আলোচনা এখন তুঙ্গে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিটি দিয়ে প্রিয়তমা’র পর আরো প্রসারিত হতে পারে বাংলা সিনেমা, এমনটা মনে করছেন সিনেমা সংশ্লিষ্ঠরা। এর গান ও টিজার দারুণ প্রশংসিত হয়েছে। শাকিব ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে ১১১টি সিনেমা হল চূড়ান্ত করেছে তুফান, এমনটাই জানা গেছে। ঈদের আগে সবমিলিয়ে ১২০ টি হল পেতে পারে রায়হান রাফী পরিচালিত তুফান।
ময়ূরাক্ষী, রাশিদ পলাশ
ইয়ামিন হক ববি অভিনীত রাশিদ পলাশ পরিচালিত ছবি ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমার গল্পে দেখা যাবে, ফিল্মের এক নায়িকার উত্থান পতন। যেখানে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের ভালোবাসা ও টানাপড়েন এবং শ্বাসরুদ্ধকর কিডন্যাপ! সেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ববি। আরও আছেন সুদীপ বিশ্বাস, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী। রাশিদ পলাশ বলেন, এবার নতুন কনসেপ্টে খোলস ভাঙা ও সিনেমা ইন্ডাস্ট্রির গল্প তুলে এনেছি। চারপাশে ঘটে যাওয়া একটি ঘটনার কিছু ছায়া আছে, যা দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করুক। আমি বিশ্বাস করি এখন সিনেমার যে জোয়ার বইছে সেখানে দর্শকরা ‘ময়ূরাক্ষী’ পছন্দ করবেন।
এদিকে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন চিত্রনায়িকা সিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। এরই মধ্যে এই চলচ্চিত্রের টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়ে সিমলাও ব্যবস্থা নেবেন বলে জানান গণমাধ্যমকে। তবে শেষ পর্যন্ত ঈদে বড়পর্দায় যে ছবিটি মুক্তি পাচ্ছে, এটা শতভাগ নিশ্চিত।
রিভেঞ্জ, এমডি ইকবাল
জিয়াউল হক রোশান ও বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ মুক্তি পাচ্ছে এই ঈদে। এটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। পরিচালক এটিকে অ্যাকশনধর্মী সিনেমা বলছেন! তার মতে, ঈদের সিনেমায় যেসব মসল্লা থাকা উচিত, সবই আছে এই ছবিতে! রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে বুবলী-রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে।
ডার্ক ওয়ার্ল্ড, মোস্তাফিজুর রহমান মানিক
ঈদে মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন- মুন্না খান। ছবির প্রযোজক তিনি নিজেই। এছাড়া কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।’
আগন্তুক, সুমন ধর
মুক্তির তালিকায় সবশেষে যোগ হয়েছে পূজা চেরী অভিনীত সুমন ধর পরিচালিত সিনেমা ‘আগন্তুক’। ছবিতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা। পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু ‘দরদ’ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার ঈদে আমাদের আরেক ছবি ‘জংলি’ মুক্তির কথা ছিল। কাজ সম্পন্ন না হওয়ায় ঈদে ‘আগন্তুক’ মুক্তি দিচ্ছি।







