এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে সংগঠনটি।
আজ (৮ অক্টোবর) বুধবার সকাল থেকে চলা এ অবরোধে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় রাঙামাটি ও খাগড়াছড়িগামী যান চলাচল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
অবরোধ চলায় সকাল থেকেই চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় গণপরিবহনও চলাচল করতে পারছে না।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।








