চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে অর্পণ দাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের হাজিমোড় দাস পাড়ার পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত অর্পণ দাস স্বাধীন দাসের ছেলে। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা খেলতে গিয়ে অসাবধানতায় পড়ে মৃত্যুবরণ করে সে।
অর্পণের বাবা স্বাধীন দাস জানান, সকাল ১০ টার দিকে পুকুর পাড়ে খেলা করছিল অর্পণ। ওই সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে।
তিনি বলেন, পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় অর্পণ। পরে পরিবারের সদস্যরা মৃত শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পৌর এলাকা বেলগাছি গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু অর্পণ মারা গেছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।







