প্রবিত্র ঈদ উল ফিতর সমানে রেখে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ছোট কাকু ক্লাব। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, ঈদের সময় চ্যানেল আইয়ে প্রচারিত ছোট কাকু সিরিজের এবারের পর্ব ‘পাবনার ভাবনা’ও দর্শকদের মন জয় করবে বলে আশা করছেন তারা।






