ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। সাম্য’র প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হয়নি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আসামিদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া সাম্য’র খুনিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে সহপাঠীরা।







