এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বছরের কেবল ১৮ দিন, এরমধ্যেই ইউরোপের শীর্ষ লিগের চার ক্লাব বরখাস্ত করে ফেলল কোচ। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের পর এবার কোচ ছাঁটাইয়ের তালিকায় নাম লেখাল ফ্রাঙ্কফুর্ট। জার্মান ক্লাবটি নতুন কোচ হিসেবে প্রথম পছন্দে রেখেছে সদ্য রিয়াল ছেড়ে আসা জাভি আলোনসোকে।
শনিবার বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ৩–৩ গোলে ড্রয়ের পর এমন সিদ্ধান্ত নেয় ক্লাব। রোববার জার্মানরা বিবৃতিতে ডিনো টপ্পমোলার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। ৪৫ বর্ষী জার্মান কোচ ২০২৩ সালে ফ্রাঙ্কফুর্টের দায়িত্ব নিয়েছিলেন। গেল বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করা হয়েছিল।
নতুন কোচ কে হবেন, সে বিষয়ে আলোচনায় প্রথম নাম এসেছে জাভির। স্প্যানিশ কোচকে নজরে রেখেছে তারা। ক্লাবের ক্রীড়া পরিচালক মার্কাস ক্রোশে কোচ নিয়োগের জন্য আলোচনা আগাতে জাভির সাথে দেখা করবেন।
ফ্রাঙ্কফুর্ট দ্রুত পরিবর্তন চায়, তাই কোচ নিয়োগে তৎপর। এডিন টেরজিক, মার্কো রোজ এবং রজার শ্মিটের মতো প্রার্থীরাও বিবেচনায় আছেন। কিন্তু অগ্রাধিকার জাভি আলোনসোকে আবারও জার্মানিতে ফিরিয়ে আনা।
জাভি ইতিমধ্যে জার্মানিতে নিজেকে প্রমাণ করেছেন। বায়ার্ন মিউনিখের প্রায় একযুগের দাপট ভেঙে ২০২৩/২৪ মৌসুমে বেয়ার লেভারকুসেনকে বুন্দেসলিগার শিরোপা জিতিয়েছিলেন। সে মৌসুমে গড়ে তুলেছিলেন এক অপ্রতিরোধ্য লেভারকুসেন, যারা টানা ৫১ ম্যাচে অপরাজিত ছিল।








