রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হচ্ছে এবারের আয়োজন। ১৩ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে রাত ৯টা পর্যন্ত চৈত্রসংক্রান্তি ১৪৩১ উদযাপন করা হবে। ১৪ই এপ্রিল সকাল ৬টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন। চলবে সকাল ৯টা পর্যন্ত। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতি-গোষ্ঠীর শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। শনিবার বিকেলে রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সে সময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চ্যানেল আই ও সুরের ধারার প্রতিনিধিরা।






